Wellcome to National Portal

তথ্য জানার অধিকার

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতিক বছর সমূহের প্রধান অর্জনসমূহ

গোপালগঞ্জ সড়ক বিভাগ মানসম্পন্ন, নিরাপদ ও টেকসই মহাসড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামো বিনির্মাণ ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত তিন অর্থবছরে গোপালগঞ্জ সড়ক বিভাগ কর্তৃক পাটগাতি-ঘোনাপাড়া(গোপালগঞ্জ) সড়কাশের উন্নয়ন, কোটালীপাড়া-রাজৈর সড়ক (গোপালগঞ্জ অংশ) উন্নয়ন, কোটালীপাড়া (রাধাগঞ্জ)-দক্ষিণ ডাসার সড়ক (গোপালগঞ্জ অংশ) উন্নয়ন, টুঙ্গীপাড়া থানা কমপ্লেক্স-পাটগাতি বাইপাস সড়ক উন্নয়ন, বাজুনিয়া-গান্ধাসুর-সাতপাড়-হাতিয়ারা-রামদিয়া সড়ক উন্নয়ন কাজ সমাপ্ত করা হয়েছে। এছাড়া এডিপি এর অন্তর্ভুক্ত ফরিদপুর(মাইজকান্দি)-বোয়ালমারী-গোপালগঞ্জ (ভাটিয়াপাড়া) সড়ক  উন্নয়ন (গোপালগঞ্জ অংশ) এর আওতায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতীকরণ কাজ চলমান আছে। পিএমপি (সড়ক-মেজর) এর আওতায়  গৌরনদী-আগৈলঝরা-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়কের কোটালীপাড়া হতে গোপালগঞ্জ পর্যন্ত ওভারলের কাজ শুরু হয়েছে। উন্নয়ন ও অনুন্নয়ন বাজেটের আওতায় বিগত বছরসমূহে জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক মিলিয়ে সর্বমোট ১১৬.২৫ কিলোমিটার সড়ক বিটুমিনাস সার্ফেসিং, ৬.১৫ কিলোমিটার সড়ক ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, ১২.৮৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, ১৫.৫০ কিলোমিটার সড়ক মজবুতীকরণ, ৪৪.০০ কিলোমিটার সড়ক ডিবিএসটি, ৭০.০০ কিলোমিটার সড়ক সিলকোট, ১১৫.০০ মিটার সেতু ও ১১০.০০ মিটার কালভার্ট নির্মাণ/পুনঃনির্মাণ করা হয়েছে।