জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্তায় উন্নীতকরণ প্রকল্প (গোপালগঞ্জ জোন) এর আওতায় (ক) রামদিয়া সেতু নির্মাণসহ ফুকরা-রামদিয়া সড়ক উন্নয়ন (খ) বিজয়পাশা-তালারহাট-জয়নগরঘাট সড়ক উন্নয়ন (গ) গেড়াখোলা-কাশিয়ানী (ব্যাসপুর) সড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্পের কাজ শীঘ্রই শেষ হবে। জেলা সড়ক ২য় পর্যায়’র আওতায় (ক) কোটালীপাড়া-রাজৈর সড়ক (জেড-৮০৩২); (খ) টুঙ্গিপাড়া-কোটালীপাড়া (মাঝবাড়ী) সড়ক (জেড-৮৪৩০); (গ) গোপালগঞ্জ-চাপাইল-কালিয়া সড়ক (জেড-৮৪১৪); (ঘ) বরইতলা-মুকসুদপুর-কাশিয়ানী সড়ক (জেড-৮০২১); (ঙ) গোপালগঞ্জ(বোড়াশী)-বর্ণী-সিঙ্গীপাড়া(টুঙ্গিপাড়া) (জেড-৮৪০৮) সড়ক; (চ) সাতপাড়-রামদিয়া-ফুকরা (জেড-৮৪১৯) সড়ক; (ছ) বাজুনিয়া-গান্দাসুর (জেড-৮৪১২) সড়ক উন্নয়ন প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে। এছাড়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন ২য় পর্য়ায়ের আওতায় গৌরনদী-পয়সারহাট-কোটালীপাড়া-গোপালগঞ্জ সড়ক (আর-৮৫২) প্রশস্তকরণ প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে। পিএমপি (সড়ক-মেজর) এর আওতায় আগামী অর্থবছরে ভাঙ্গা-ভাটিয়াপাড়া-মোল্লাহাট (এন-৮০৫) জাতীয় মহাসড়কের ১৫.০০ কিলোমিটার সড়ক ওভারলে করা হবে। গোপালগঞ্জ জোনের আওতাধীন মহাসড়কে নির্মিত সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট সেতু/বেইলী সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শিরোনামে একটি ডিপিপি প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে। রামশীল বাজার সংযোগসহ কোটালীপাড়া (রাধাগঞ্জ) দক্ষিণ ডাসার সড়ক উন্নয়ন শিরোনামে ১ টি ডিপিপি প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে। ‘সড়ক নিরাপত্তার জন্য ইন্টারসেকশন উন্নয়নসহ সাইন/সিগন্যালের পর্যাপ্ত উন্নয়ন ঘটানো হবে। এছাড়াও অফিসে কাজের উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অফিস ভবন ও আবাসিক ভবন মেরামত ও সংস্কারের উদ্যোগ চলমান রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস